রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারী ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্যের সাথে পুখুরিয়া থানা ঘেরাও কর্মসূচি সম্পন্ন হল শনিবার।
এদিন এই কর্মসূচির অন্তর্গত সারা রাজ্যের সাথে মালদার পুখুরিয়া থানাতেও রতুয়া ২ নং ব্লক কংগ্রেস নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট নিমাই চন্দ্র বসাক, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অঞ্চল প্রেসিডেন্ট শেখ সাহেব, জেলা শিক্ষক সেলের সভাপতি গৌতম ঘোষ ও মাসুদ আলম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। এদিন বিক্ষোভ কর্মসূচির ঘেরে কংগ্রেসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরবর্তীতে থানার সামনে চলে বিক্ষোভ স্লোগান। তারপর থানায় ডেপুটেশন দেয় কংগ্রেস নেতা কর্মীরা।